বিজয় ফুল ২০১৮ জাতীয় পর্যায়ে বিভাগের একক অভিনয়ে দেশের সেরাদের মধ্যে তৃতীয় নির্বাচিত হয়েছে শাহদৌলা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী দেবী পান্ডে। সে অত্র কলেজে বিজ্ঞান বিভাগে অধ্যায়নরত আছে।
বিজয় ফুল প্রতিযোগীতায় ধাপে ধাপে উপজেলা, জেলা, বিভাগ পেরিয়ে বাংলাদেশের তৃতীয় স্থান অর্জন করেছে। দেবী পান্ডে বাঘা উপজেলার নারায়নপুর এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অধ্যপক ভবেশচন্দ্র পান্ডে ও লাভলী পান্ডের নাতনী। দেবী পান্ডের ভবিষ্যৎ উজ্জল কামনা করে দেশবাসীর আশির্বাদ কামনা করেন মাতা প্রভাষিকা সুখী পান্ডে।
নামঃ দেবী পান্ডে
শ্রেণীঃ উচ্চ মাধ্যমিক
সেশনঃ ২০১৮-২০১৯
রোলঃ ১৪৭
বিভাগঃ বিজ্ঞান