নিদৃষ্ট “SSC ROLL” অনুযায়ী সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ করলে Fees এর যায়গায় টাকার পরিমাণ দেখাবে। এরপর Rocket APP এর মাধ্যমে Biller ID: 3313 তে Bill Number এ SSC ROLL লিখে করে উল্লেখিত টাকা পরিশোধ করতে হবে। পরিশোধ হলে মেসেজের মাধ্যমে TxnID পাওয়া যাবে। এই TxnID এবং যে নাম্বার থেকে পেমেন্ট করা হয়েছে সেই নাম্বার ফরমে উল্লেখ করে Submit করতে হবে। সঠিকভাবে সকল তথ্য Submit করলে PDF ফাইল পাওয়া যাবে এবং সেটি প্রিন্ট করে নিতে হবে। একটি কপি নিজের কাছে সংরক্ষণ করে আরেকটি কপি কলেজে জমা দিতে হবে।
বি: দ্র: কোন ভুল বা অসত্য তথ্য প্রদানে ভর্তি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। প্রিন্ট দেবার পূর্বে অবশ্যই ভালো করে যাচাই করে নেয়া আবশ্যক।